লালমনিরহাটের হাতীবান্ধায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে জমি উদ্ধারের নাম করে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন—রংপুরের হাজিরহাট এলাকার সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার মাসুম।
পুলিশ জানায়, বড়খাতা এলাকার রফিকুল ইসলাম জমি উদ্ধারের জন্য শহীদা নামের এক প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। শহীদা তাকে সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধার করে দেওয়ার কথা বলেন এবং সাজু ও মাসুমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এই দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে রফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। ৭ দিন আগে তারা ২০ হাজার টাকা নেন এবং মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে আসেন। এ সময় এক সাবেক সেনা কর্মকর্তার সহায়তায় স্থানীয় লোকজন তাদের চ্যালেঞ্জ করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।
ওসি মাহমুদুন্নবী বলেন, “আটকদের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”






