ভক্তদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বে ফিরছেন নেহাল। জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের পঞ্চম সিজনের নতুন পর্ব (৩৩-৪০) ৯ অক্টোবর বঙ্গতে মুক্তি পাবে।
এবারের পর্বগুলোর মূল আকর্ষণ—‘নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন। এছাড়াও ‘শিমুল’-কে ঘিরে ঘনীভূত রহস্যেরও জবাব মিলবে এবার।
কেন ফিরে এলো নেহাল? তার এই আকস্মিক প্রত্যাবর্তন কি ব্যাচেলরদের জীবনে নতুন কোনো ঝড় নিয়ে আসবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সঙ্গে তার সম্পর্কের পুরনো সমীকরণ কি এবার বদলে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এবারের পর্বগুলো আবর্তিত হবে এসব প্রশ্নকে ঘিরে।
অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন— শিমুল কোথায়? কবে ফিরবে সে?
এ বিষয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি, দুটিই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতে পাওয়া যাবে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর অন্যতম সেরা এই ধারাবাহিকটি প্রসঙ্গে বঙ্গ জানায়, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলো নিয়ে আসা হয়েছে। এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলেও প্রত্যাশা রয়েছে তাদের।
বিগত কয়েক বছর ধরেই দর্শকদের পছন্দের শীর্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, পাভেলসহ আরও অনেকে।






