মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর টাই হওয়ার পর সুপার ওভারে ৯ বল খেলেও ১১ রানের লক্ষ্যে ছুঁতে পারেনি বাংলাদেশ। স্পিন উইকেটে টাইগারদের এমন ব্যাটিং ব্যর্থতায় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ১-১ ব্যবধানে সমতায় ফিরলো সফরকারীরা।
এর আগে বাংলাদেশের করা ২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৩ রানে থামে ওয়েন্ট ইন্ডিজ। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণে খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে মোস্তাফিজের করা ছয় বলে এক চারে ১ উইকেট হারিয়ে ১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ক্যারিবিয়ান বোলার আকিল হোসেনের করা ৯ বলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি সৌম্য-সাইফ-শান্তরা।
ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এটাই প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ টাই হয়েছে। নিজেদের প্রথম সুপার ওভারেই হারের স্বাদ পেলে বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করেছিল বাংলাদেশ। টাইগারতের বিপক্ষে পুরো ৫০ ওভারই স্পিন বোলারদের দিয়ে বল করেছে ওয়েস্ট ইন্ডিজ। যা ওয়ানডে ক্রিকেটে প্রথম কোন ঘটনা।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে ২ রান নিয়ে ৯ উইকেটে ২১৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।






